ও আরশের মালিক
- ইয়াছিন ভূঁইয়া
ও আরশের মালিক, আমায়
প্রিয় করে নাও,
তোমার দয়া ছাড়া আমার
নেই কোনো উপায়।
জীবন পথে কত শত
করেছি যে পাপ,
ওগো প্রভু, দয়া করে
করো আমায় মাফ।
এই জীবনের সকল কিছুই
তোমারই দান,
জেনে কিংবা না জেনে আমি
ভেঙেছি বিধান।
তুমি যদি ক্ষমা না করো
যাবো আমি কোথায়?
তোমারই করুণা ছাড়া
আমি যে অসহায়।
রোজ হাশরের কঠিন দিনে
রেখো দয়ার ছায়ায়,
প্রিয় নবীজীর শাফায়াতে
নসিব করিও আমায়।
১৬-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।